আসামে সন্ত্রাসী দল বিজেপির নতুন জমি নীতি পাস হলে দেশছাড়া হবে মুসলিমসহ ১৩০ লক্ষ মানুষ

0
1210
আসামে সন্ত্রাসী দল বিজেপির নতুন জমি নীতি পাস হলে দেশছাড়া হবে মুসলিমসহ ১৩০ লক্ষ মানুষ

ভারতের আসামের সন্ত্রাসী দল বিজেপির  নতুন জমি নীতি, ২০১৯ পাস হলে দেশছাড়া হতে পারেন ১৩০ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে ৭০ লক্ষ মুসলিম এবং ৬০ লক্ষ বাংলা ভাষাভাষির হিন্দু। বনাঞ্চল, নদীচর এলাকার বাসিন্দারা মূলত আদিবাসী জনজাতি এবং পশুপালক শ্রেণিভুক্ত। গত ১৩ নভেম্বর জমি নীতি আসামের মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর ২৮ নভেম্বর বিধানসভায় পেশ হয়। বিতর্কের পর সেটি বৃহস্পতিবার পাস করানোর চেষ্টা করেছিল বিজেপিশাসিত আসাম সরকার। আদিবাসী অধ্যুষিত জমি এবং অন্য সরকারি জমি, যা মূলত বনাঞ্চল এবং নদীচর, সেগুলিকে পুনর্বণ্টন করে রাজ্যের অন্যান্য জনজাতির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে জমি নীতি, ২০১৯–এ।

তাই এই নীতি পাস হলেই জমিহীন হবেন ৭০ লক্ষ মুসলিম এবং ৬০ লক্ষ বাঙালি হিন্দু। বর্তমানে নদীচরে কমপক্ষে ৩৫ লক্ষ মানুষের বাস, যাদের মধ্যে ৯৫ শতাংশ মুসলিম। এবং নদীচরের বাসিন্দা হওয়ায় তাঁদের কোনও পাট্টা বা দলিল নেই। কারণ নীতিমাফিক, বন্যায় জমি ধুয়ে গেলেই জমির মালিকানা স্বত্ব শেষ হয়ে যায়। তাই নদীচরে ওই সব কোনও বাসিন্দারই জমির দলিল নেই। ফলে ওই নীতি পাস হলে বিপদে পড়বেন তাঁরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের জলপাইগুড়িতে ফের এনআরসি আতঙ্কে এক মুসলিমের আত্মহত্যা !
পরবর্তী নিবন্ধনিগ্রহের নতুন মাত্রায় এবার কাশ্মীরিদের জন্য বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ