জনগনের চাপে চুপ হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদি-শাহ, নতুন ষড়যন্ত্রের আভাস

2
995
জনগনের চাপে চুপ হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদি-শাহ, নতুন ষড়যন্ত্রের আভাস

ভারতের কথিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে আক্রমণাত্মক হলেও চাপের মুখে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আপাতত ধীরে চলো নীতি অবলম্বন করেছে কেন্দ্রের শাসক দল হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিজেপি। নাগরিকত্ব আইন ঘিরে দেশের নানা প্রান্তে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। নাগরিকত্বের এই নতুন আইন ধর্মের ভিত্তিতে তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগন। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এরপরও এই আইন নিয়ে আপসে রাজি নয় সন্ত্রাস বিজেপি।

উল্টো নাগরিকত্ব আইনকে পুঁজি করেই ভোটবাক্সে ফায়দা তুলতে চায় সন্ত্রাসী মোদি-শাহ জুটি।

এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের গুরুত্ব বোঝাতে মাঠে নেমেছে মোদি-শাহরা।

ঝাড়খণ্ডের প্রচারে একাধিকবার সিএএ নিয়ে মুখ খুলেছে বিজেপি সভাপতি সন্ত্রাসী অমিত শাহ।

কিন্তু, এনআরসি নিয়ে আপাতত বিশেষ মুখ খুলছে না কোনও বিজেপি নেতৃত্বই। সিএএ ও এনআরসিকে পৃথক দু’টি বিষয় হিসেবেই এখন তুলে ধরছে কেন্দ্রের কথিত শাসক দলটি। দেশজুড়ে প্রবল বিতর্ক প্রশমন করতে আপাতত এই কৌশলই অবলম্বন করছে তারা।

এনআরসি কবে হবে? জবাবে গত নভেম্বরেও এই প্রশ্নে সুর চড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল, সিএএ সম্পন্ন হলেই দেশে এনআরসি কার্যকর হবে।মুসলমানদের এই দেশ থেকে তাড়ানো হবেই। লোকসভাতেও তা জানিয়েছিল হিন্দুত্ববাদী সন্ত্রাসী অমিত শাহ। ২০২৪ সালের মধ্যে গোটা দেশে এনআরসি হবে। তবে, সময় এগোতেই এনআরসি নিয়ে কড়া সুর কমেছে। গিরিডি, দেওঘর, মহাগামা, পাকুরের জনসভায় নাগরিকত্ব আইন নিয়ে সরব হলেও অমিত শাহ এনআরসি নিয়ে টু-শব্দটি করেনি। উল্টো মেরুকরণ প্রক্রিয়ায় ভোট টানতে ফের রামের দ্বারস্থ হয়েছে সে। গত সোমবারই তার ঘোষণা ছিল ‘আগামী ৪ মাসের মধ্যেই অয়োধ্যায় সুবিশাল রাম মন্দির গড়ে উঠবে। ’

নাগরিক পঞ্জীকরণ নিয়ে কেন এমন কৌশল বিজেপির?
কেন্দ্রীয় সরকারের দাবি, নাগরিকত্ব আইনের দ্বারা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা সেদেশের ছয় ধর্মের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। তাদের এই দাবি মেনে নিয়েছে বেশিরভাগ এনডিএ শরিক। জেডিউই থেকে অকালি দল নিজেদের রাজ্যে তা প্রয়োগ করবে বলেও জানিয়েছে।

দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সব দলের সাংসদের চিঠি লিখে এলাকার শরণার্থীদের নাম তালিকাভুক্ত করতে অনুরোধ করেছে। এদেরই নাগরিকত্ব দেওয়া হবে। কৌশলে এই চিঠিতেও এনআরসি প্রসঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আল-কায়েদার হামলা, নিহত ২ এরও অধিক!
পরবর্তী নিবন্ধসরকারি কাজ, তাই বালির বদলে মাটি