আগের মতই আবারও বেফাঁস মন্তব্য করে বসল সন্ত্রাসী দল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ।
গত শনিবার দুপুরে বাঁকুড়া শহরের হিন্দি স্কুল ময়দান থেকে তামিলবাঁধ ময়দান পর্যন্ত মিছিলে পা মেলান দিলীপ ঘোষ। মিছিল শেষে তামিলবাঁধ ময়দানে একটি সভা করে। সেখানেই সে বলেছে, ‘অসমে গুলি চলেছে। বাংলার যেখানে যেখানে বিক্ষোভ হবে, সেখানেও গুলি চলবে। বিরোধিতা করে আন্দোলন করলে মরতেই হবে। কাউকে ছাড়া হবে না। সব জায়গায় বন্দুক চলবে।