গত ১৫ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে সরব হয়েছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ আটকাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে চত্বরে নৃশংসভাবে তাণ্ডব চালায় আলিগড়ের সন্ত্রাসী পুলিশ। সেই ঘটনার পর ১৩ জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার ১০ দিনের মাথায় মঙ্গলবার সামনে আসে ওই কমিটির রিপোর্ট।
রিপোর্ট থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চত্বরে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছিল। যা যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। এক শিক্ষার্থী টিয়ার গ্যাসের সেল ভেবে ওই গ্রেনেড হাতে তুলেছিলেন। সেটা তৎক্ষণাৎ তার হাতেই ফেটে যায়। বাদ যায় ওই শিক্ষার্থীর একটি হাত।
পুলিশ এমনকি জয় শ্রীরাম স্লোগান তুলতে তুলতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল। শিক্ষার্থীদের স্কুটার বাইকে আগুন লাগিয়েছিল। ছাত্রদের ‘সন্ত্রাসবাদী’ও বলা হয়েছিল ওইদিন।