দিল্লিতে মসজিদের সামনে নাগরিকত্ব আইনের প্রতিবাদে হাজারো মানুষ

0
934
দিল্লিতে মসজিদের সামনে নাগরিকত্ব আইনের প্রতিবাদে হাজারো মানুষ

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল দিল্লি। প্রবল ঠান্ডা উপেক্ষা করে বিভিন্ন জায়গায় একাধিক সংগঠনের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  রাজধানী দিল্লির জামা মসজিদের সামনে  জড়ো হয়েছেন হাজারো মানুষ। এদিকে আন্দোলন বন্ধ করতে হাজারো পুলিশ মোতায়েন করেছে মালাউন প্রশাসন।

ভারতীয় সংবাদ মাধ্যম, আজকাল সূত্রের খবর, জামা মসজিদের সামনে বিক্ষোভে বক্তৃতায় নেতারা বলেছেন, “দেশে এই মুহূর্তে বেকারি একটা বড় সমস্যা। কিন্তু সরকার এনআরসি-র জন্য মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন। যেমনটা করেছিল নোটবন্দির সময়।”

রাজধানীর বিভিন্ন সংবেদনশীল এলাকায় বড় ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালাউন প্রশাসন।

শুক্রবার জুমার নামাজের পর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কিছু সংস্থার প্রতিবাদ উপলক্ষে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিল্লির উত্তর-পূর্ব দিল্লির উত্তরপ্রদেশ ভবন, শীলামপুর ও জাফরাবাদসহ বিভিন্ন স্থানে বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে। উত্তরপ্রদেশ ভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চারদিক ঘিরে রাখা হয়েছে।

সেখানে প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা ছিল জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের। এর আগে গত শুক্রবার জমা মসজিদের কাছে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে বিপুল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কিন্তু সেদিন সন্ধ্যার দিকে ওই প্রতিবাদ সহিংস হয়ে ওঠে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে শুরু থেকেই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সহিংসতা শুরু হয়েছে। যদিও সরকার বলছে যে, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে পালিয়ে আসা অমুসলিমদের নাগরিকত্ব পেতে সহায়তা করবে এই আইন। কিন্তু এ আইন মূলত মুসলিমদের প্রতি বৈষম্য তৈরি করতেই বানানো হয়েছে।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ান মুরতাদ বাহিনীর উপর আল-কায়েদার হামলা, পিছু হটল মুরতাদ বাহিনী!
পরবর্তী নিবন্ধ‘আমরা এখানে থাকি, এখানেই থাকব, ভারতই আমাদের ঘর’