কথিত সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরু থেকেই উত্তাল রাজধানী। দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মান্ডি, যন্তরমন্তর, জামা মসজিদ সংলগ্ন এলাকা এখনও অগ্নিগর্ভ। দিল্লির শাহিন বাগের রাস্তায় দেখা গেল অন্য এক দৃশ্য। বিগত ১৩ দিন ধরে রাস্তাতেই বসে আছেন শতাধিক মুসলিম মহিলা। স্লোগান তুলছেন। এই কনকনে ঠাণ্ডাতেও টলেননি তাঁরা। কারোর কোলে শিশু। পালা করে রাত জাগচ্ছেন তাঁরা। শাহিনবাগের বাসিন্দা গুলাবি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘এটাই আমাদের ঘর। এখান থেকে আমাদের কেউ হটাতে পারবে না। প্রথমে সরকার কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নিল। তারপর বাবরি মসজিদের জায়গায় মন্দির বানানোর অনুমতি দেওয়া হল। এবার আমাদের চলে যেতে বলা হচ্ছে। আমরা কেন যাব? ভারত গঠন হওয়ার আগে থেকেই আমরা এখানে থাকি। আমরা এখানেই থাকব। ভারতই আমাদের ঘর।’ হাতে শুধু প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘সিএএ চাই না’। কবিতা, স্লোগানের ওপর ভর করেই চলছে গুলাবিদের প্রতিবাদ।
পুলিশ জানিয়েছে, শাহিন বাগের রাস্তায় মুসলিম মহিলা বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় কিছু পুরুষ। তবে এখানে কোনও হিংসার ঘটনা ঘটেনি। রাস্তার মাঝে চাদর পেতে সেখানে চা-ডিম সেদ্ধর দেদার আয়োজন। বিক্ষোভকারীদের মধ্যে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও রয়েছেন। এক ছাত্রী জানিয়েছেন, ‘স্থানীয়রাই চাঁদা তুলে খাবারের আয়োজন করছেন। রাস্তায় ২০০ মিটার এলাকা জুড়ে ব্যারিকেডও দেওয়া হয়েছে।