সরকারি ছত্রছায়ায় বিজয় মেলায় চলছে অশ্লীল নৃত্য

0
888

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামে শুরু হয়েছে বিজয় মেলার নামে জোনাকি অপেরা যাত্রাপালা। মেলার নামে সেখানে যাত্রাপালায় অশ্লীল নৃত্য দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, ১৫ দিন ধরে মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান। এ গানের শব্দে একদিকে যেমন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নষ্ট হচ্ছে।

অন্যদিকে অশ্লীল নৃত্য ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে যুব সমাজকে। মেলাকে কেন্দ্র করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।

এলাকার এসএসসি পরীক্ষার্থী আনিসুর রহমান বলেন, মেলার মাইকের বিকট শব্দের কারণে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না।

বালিয়াডাঙ্গীতে মেস খুঁজতে এসেছি। যাতে পরীক্ষার আগের কয়েকটা দিন পড়ালেখা করে প্রস্তুতি নিতে পারি।

আব্দুর রশিদ নামে আরেক পরীক্ষার্থী বলেন, বিজয় মেলা কমিটির লোকজন ‘জোনাকি অপেরা যাত্রাপালা’ নামে একটি যাত্রাদল নিয়ে আসছে। এখানে চলছে অশ্লীল নৃত্য।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলেন, আমি মেলা করতে বারণ করেছিলাম।

উল্টে আমাকেই হুমকি দিয়েছে। সারারাত এভাবেই চলছে অশ্লীল নৃত্য আর এতে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ। এগুলো দেখে তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এই বেহায়াপনার হাত থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সুত্রঃ বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাল তাপমাত্রা আরও কমতে পারেঃ আভাস আবহাওয়া অফিসের
পরবর্তী নিবন্ধটুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে ধরা পড়ছে নিরাপত্তা ত্রুটি