পশ্চিমবঙ্গের আসানসোলের হিন্দুত্ববাদী বিজেপি সংসদ সদস্য এক মুসলিম যুবককে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে এ হুমকি দিয়েছে। এতে বেশ সমালোচনার মুখে পড়েছে সন্ত্রাসী বিজেপির এই সংসদ সদস্য।
ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় এই প্রতিমন্ত্রীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে স্বর্ণপদক জয়ী ছাত্রী দেবস্মিতা চৌধুরী মঞ্চেই বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএএ) প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ জানান। ‘হাম কাগজ নেহি দেখায়েঙ্গে’ বলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে বিজেপির সমর্থক শিক্ষার্থীরা ওই ছাত্রীর বাবা-মায়ের নাম করে ফেসবুকে সমালোচনা করে। তাদেরই একটি পোস্ট শেয়ার করেছিলেন বাবুল।
সেখানে কমেন্টের ঝড় বয়ে যায়। মুস্তাফিউর রহমান নামে এক ব্যক্তি সেখানে বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তিনি লেখেন, ‘বাবুল দা আপনি কত শিক্ষিত র আপনার গুরু দিলীপ কত শিক্ষিত যে কি না গরু থেকে সোনা বার করে।।’ তারই প্রত্যুত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখে, ‘আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই তারপর পোস্ট কার্ডে জবাব দেব।’
মন্ত্রীর এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়। কারও ধর্মের জন্য তাকে ‘বাংলাদেশি’ বলে কটাক্ষ করা একজন কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষে শোভনীয় নয় বলে মন্তব্য করেন অনেকে।
সুত্রঃ কালের কন্ঠ