নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় একাধিক সংগঠনের প্রতিবাদের মুখে পড়লেন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাকে তেজপুর বিমানবন্দরেই ঘেরাও করা হয়েছে।
আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসম তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম বিজেপি নেতা৷ তাঁর রাজনৈতিক কুবুদ্ধি কাজে লাগিয়েই একের পর এক রাজ্য দখল করেছে সন্ত্রাসী দল বিজেপি৷ উত্তর পূর্বের সবকটি রাজ্যে দলীয় অবস্থান ধরে রাখতে বিজেপি তৈরি করেছে নেডা (নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স)৷ এনডিএ ধাঁচে তৈরি নেডার সর্বভারতীয় আহ্বায়ক হল হিমন্ত বিশ্বশর্মা৷
নাগরিকত্ব সংশোধনী বিল প্রয়োগ রুখতে গিয়ে বিক্ষোভকারীদের কাছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল যত না সমালোচিত হচ্ছে, ততোধিক জনতার রোষ গিয়ে পড়ছে নেডা আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মার উপরে৷ ফলে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়ারা তাঁর ছবিতেই জুতোর মালা পরিয়ে দিলেন৷
জানা গেছে, তেজপুরের পরিস্থিতি প্রবল উত্তপ্ত। সেখানে বিভিন্ন নাগরিক সংগঠন নতুন করে মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা শুরু করেছে।
এর মাঝে গুয়াহাটিতে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে তীব্র বক্তব্য রেখে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তেজপুর যায়। বিমান বন্দরের সামনেই চলছিল প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভের রোষ গিয়ে পড়ে মন্ত্রীর উপর। তাকে বিমান বন্দরের মধ্যেই আটকে রাখা হয়।
সিএএ নিয়ে আসামসহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে লাগাতার বিক্ষোভ চলছেই। প্রবল বিক্ষোভে রক্তাক্ত হয়েছে অনেকেই।
সূত্র: Kolkata 24×7