‘উত্তরপ্রদেশে বেছে বেছে মুসলিম পরিবারে হামলা চালাচ্ছে সন্ত্রাসী পুলিশ’

0
641
‘উত্তরপ্রদেশে বেছে বেছে মুসলিম পরিবারে হামলা চালাচ্ছে সন্ত্রাসী পুলিশ’

ভারতে নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ সামাল দেওয়ার নাম করে মুসলিমদেরই বেছে বেছে আক্রমণ করছে দেশটির উত্তরপ্রদেশ পুলিশ। এমনই অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুজাফফরনগরের মানবাধিকার কর্মীরা।

মানবাধাকির কর্মীদের দাবি, রাজ্যজুড়ে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বেড়ে উঠছে, তার বহিঃপ্রকাশ বেশিরভাগ সময়েই হিংসাত্মক নয়। কিন্তু মুসলিমদের ওপর এই অত্যাচারের কারণেই এত হিংসার ঘটনা ঘটছে।

এই দাবির সপক্ষে বেশ কিছু ছবি এবং ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।  স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কবিতা কৃষ্ণ টুইটারে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, উত্তরপ্রদেশ পুলিশের সশস্ত্র দল এবং ব়্যাফ রীতিমতো পোশাক পরে দাঙ্গা বাধিয়েছে। মুসলিমদের বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে তারা। মুসলিমদের দেশের বাইরে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে চিৎকার করে।

কবিতা কৃষ্ণ ও জন দয়ালদের আরও অভিযোগ, কোনও কোনও মুসলিম মহল্লা কার্যত পুরুষশূন্য হয়ে গেছে। কারণ যেকোনও সময়ে তুলে নিয়ে যাওয়া হতে পারে আশঙ্কায় এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছেন তারা। মহিলারা বাচ্চাদের নিয়ে সিঁটিয়ে রয়েছেন। তার মধ্যেই হামলা চালাচ্ছে পুলিশ।

শুধু তাই নয়, যখন তখন শুনতে হচ্ছে, ‘পাকিস্তানে চলে যাও।’

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালাউনদের মিথ্যা দাবিকৃত‘গোমাতা’-র দেশ ভারত বিশ্বে দ্বিতীয় গো-মাংস রফতানিকারক
পরবর্তী নিবন্ধসরকারের অবহেলায় সুনামগঞ্জে সড়কপথের বেহাল দশাঃ দুর্ভোগ চরমে