জনগনের সম্পত্তি হরন করল সরকারি কৃষি কর্মকর্তা

0
1212

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মালিকাধীন নার্সারি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, আজমিরীগঞ্জের গোসাইপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মালিকাধীন নার্সারিতে বনজ, ফলদ ও ওষুধিসহ নানা প্রজাতির গাছ রয়েছে। নার্সারি এলাকায় ওই অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বসবাস করেন।

এ সুযোগে তিনি শুক্রবার সকাল ৯ টায় ওই নার্সারি থেকে একটি বড় শিলকড়ই গাছ কেটে নেন।
সরেজমিনে গেলে গাছ কাটায় নিয়োজিত শ্রমিকরা জানায়, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের নির্দেশে তারা ওই গাছ কেটেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাঈমা খন্দকার জানান, বিষয়টি তিনি অবগত নন, তবে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখার চেষ্টা করছেন।

সুত্রঃ বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজনগনের অর্জিত টাকা ভাগ-বাটোয়ারা করে খেল সরকারি কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী হাইওয়ে পুলিশের চাঁদাবাজিঃ প্রতিবাদে মহাসড়ক অবরোধ করলেন সাধারণ জনগন