আফগানিস্তানে মার্কিন সন্ত্রাসীদের ড্রোন হামলায়, ৬০ জনেরও বেশি মুসলিম হতাহত

0
999
আফগানিস্তানে মার্কিন সন্ত্রাসীদের ড্রোন হামলায়, ৬০ জনেরও বেশি মুসলিম হতাহত

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় মুল্লাহ নাঙ্গিয়ালায় নিহত হয়েছে। প্রাদেশিক পরিষদের উপ প্রধান তরিয়ালায় তাহিরি বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী ওই অভিযানে ৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং আহত হয়েছে। প্রাদেশিক পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন ড্রোন ওই বিমান হামলা চালিয়েছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আফগান মিশন বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাদের দাবি আফগান বাহিনীর সহায়তায়  গত বুধবার ওই বিমান হামলা চালানো হয়। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে ন্যাটোর আফগান মিশনের এক মুখপাত্র।

সূত্র: বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে১১ বছর আগে বাবা, এবার নিহত ছেলে
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী | সংখ্যা : ০২ | জানুয়ারী ১ম সপ্তাহ, ২০২০ ঈসায়ী