ভারতে ২কোটি নতুন চাকরি তো দূর, চলতি বছরে চাকরি কমবে ১৬লক্ষ!

1
737
ভারতে ২কোটি নতুন চাকরি তো দূর, চলতি বছরে চাকরি কমবে ১৬লক্ষ!

একেই দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়। এর মধ্যে মুদ্রাস্ফীতির মতো খারাপ খবর পাওয়া যাচ্ছে চারপাশে। শুধু তাই নয়, বেকারত্বের সংখ্যাও হু হু করে বেড়ে চলেছে। আর এর মধ্যেই সামনে এল আরও ভয়ানক এক তথ্য। জানা গিয়েছে, গত আর্থিক বছরের থেকে চলতি আর্থিক বছরে প্রায় ১৬ লক্ষ কম চাকরি হবে দেশে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষের তৈরি রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। প্রভিডেন্ট ফান্ডের তথ্য অনুযায়ী, ২০১৮–১৯ আর্থিক বছরে পে–রোলে ৮৯.‌৭ লক্ষ চাকরি হয়েছিল। কিন্তু নয়া তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে অক্টোবর পর্যন্ত পে–রোলে চাকরি পেয়েছেন ৪৩.‌১ লক্ষ। আর মার্চ পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৭৩.‌৯ লক্ষে। অর্থাৎ আগের আর্থিক বছরের তুলনায় প্রায় ১৬ লক্ষ চাকরি কম তৈরি হবে। এসবিআইয়ের রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার খুবই কমে গিয়েছে। এই মুহূর্তে তা ৫ শতাংশে নেমে দাঁড়িয়েছে। এর প্রভাব যে কর্মসংস্থানের ওপর পড়বেই তা তো বলাই বাহুল্য। যাঁদের বেতন ১৫ হাজারের মধ্যে, তাদের চাকরির ভিত্তিতেই মূলত এই রিপোর্ট তৈরি হয়েছে। এনপিএস তথ্য অনুযায়ী কেন্দ্র, রাজ্য ও বেসরকারি চাকরি (‌১৫ হাজারের উর্ধে)– এর ক্ষেত্রেও ‌চলতি আর্থিক বছরে ৩৯ হাজার চাকরি কমার সম্ভাবনা রয়েছে। সৌম্যকান্তি ঘোষের রিপোর্টে এও জানা গিয়েছে, যাঁরা দেশের বাইরে কাজ করেন তাঁরাও বাড়িতে আগের চাইতে কম টাকা পাঠাচ্ছেন।    ‌

১টি মন্তব্য

Leave a Reply to Masudur Rahman প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাটিতে শুয়ে গেছে শেয়ারবাজার
পরবর্তী নিবন্ধসীমান্তসন্ত্রাসী বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল ৪দিন পর