চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই আরো একটি জায়েজ বিয়ে বন্ধ করলো বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাগুত মারুফুল আলম। শুক্রবার দিবাগত রাত সাতটা ৪০ মিনিটে চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালী গ্রামের একাদশ শ্রেণি পড়ুয়া মেয়ের (১৭) বিয়ে সে বন্ধ করে দেয়। এ ছাড়া তাগুতি ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাবাকে তাৎক্ষণিকভাবে তিন হাজার টাকা জরিমানাও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের এই মেয়ের বিয়ে বন্ধ করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সূত্রঃ কালের কন্ঠ