মুসলিমদের জন্য বরাদ্দ করা টাকা হিন্দুদের জন্য খরচ করতে তিনি পিছপা হবেন না বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি রেণুকাচার্য। গত সোমবার সিএএ-এর পক্ষে মিছিলে যোগ দিয়ে সে এ কথা বলে।
সে আলেমদের কটুক্তি করে বলেছে, মসজিদে কয়েকজন বিশ্বাসঘাতক বসে আছেন, যারা ফতোয়া লেখেন। তারা প্রার্থনা না-করে মসজিদের ভেতরে অস্ত্র সংগ্রহ করেন। এই জন্যই কি মসজিদ চান আপনারা?’
রেণুকাচার্য আরও বলেন, আমার তালুকে এমন রাজনীতি শুরু করব যাতে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের জন্য খরচ করা যায়। আমি আপনাদের (মুসলিম) নিজেদের জায়গায় পাঠিয়ে ছাড়বো। আর দেখিয়ে দেবো, রাজনীতি কাকে বলে।
প্রসঙ্গত, ভারতের সংখ্যালঘুদের আক্রমণ করে এর আগেও বিতর্কিত মন্তব্য করার নজির রয়েছে কর্নাটকের বিজেপি নেতাদের। বেল্লারিতে সিএএ-এর সপক্ষে মিছিল করতে গিয়ে বিজেপির বিধায়ক সোমাশেখর রেড্ডি বলেন, যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তারা তার ফল চোকানোর জন্য তৈরি থাকুন। সংখ্যাগুরুরা রাস্তায় ফেলে তাদের ওপর হামলা চালাবে।