চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ হাজার পিস ইয়াবাসহ ফয়েজ আহমেদ নামে সাবেক ইউপি সদস্য ধরা খেয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে পশ্চিম পুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ধরা হয় তাকে।
এসময় তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ফয়েজ আহমেদ মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি পশ্চিম পুটিয়া গ্রামের হাজী আব্দুল রবের ছেলে।
সূত্রঃ সমকাল