ধর্ষণে অভিযুক্ত হয়েও ক্ষমতাসীন বিজেপি মন্ত্রীর জামিন!

0
881

আইন পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির প্রবীণ নেতা চিন্ময়ানন্দকে জামিন দিয়েছে দেশটির আদালত। গত সেপ্টেম্বরে গ্রেফতার হওয়া বিজেপির ওই লম্পট নেতাকে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট সোমবার জামিন দিয়েছে। খবর এনডিটিভির।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে তারই ট্রাস্ট পরিচালিত আইনের কলেজের শিক্ষার্থী ধর্ষণের দায়ে বিচার চলছে। বিজেপির এই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অবস্থানের সুযোগ নিয়ে ওই তরুণীকে বলপূর্বক যৌন নিপীড়ন করেছেন।

মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ দেখানোর পরও গত ২৫ সেপ্টেম্বর তরুণীকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

ধর্ষণের সময় সাবেক ওই মন্ত্রী ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন তরুণী। তার দাবি, সেই ভিডিও দেখিয়ে পরবর্তীতে একাধিকবার তাকে ব্ল্যাকমেইল ও ধর্ষণ করেন চিন্ময়ানন্দ।

ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুতত্ববাদী সন্ত্রাসী দল বিজেপির নেতা স্বামী চিন্ময়ানন্দ দেশটির বেশ প্রভাবশালী একজন রাজনীতিবিদ। উত্তরপ্রদেশে কয়েকটি আশ্রম ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। আগস্টে মাসে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ২৩ বছর বয়সী তরুণী বলেন, ‘পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গ্রহণ করতে চায়নি।’

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সংবাদ সমগ্র || জানুয়ারি, ২০২০ ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধইনফোগ্রাফি | শামে গত ১৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দখলদার “রাশিয়ান-ইরানী” ও নুসাইরী মুরতাদ মিলিশিয়াদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান!