স্থলবন্দরে ঝুঁকি, চেকআপ হচ্ছে না ভারতীয় ট্রাকচালক-হেলপারদের

0
757

দিনাজপুরের হিলি স্থলবন্দরে যাত্রীদের করোনাভাইরাসের পরীক্ষা করা হলেও পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালক ও হেলপারদের কোনও চেকআপ করা হচ্ছে না। ভারতেও এই ভাইরাস আক্রান্তের খবরের পর থেকে তাদের মাধ্যমে দেশে আসার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

হিলি স্থলবন্দর দেখা গেছে, হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ৫০০-৬০০ যাত্রী যাতায়াত করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া সচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে। কিন্তু এই হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫০-৩০০ ট্রাক দেশে প্রবেশ করছে।

যাতে চালক ও সহকারী মিলিয়ে ৫০০-৬০০ মানুষ দেশে প্রবেশ করে আবার ভারতে ফিরে যায়। তাদের চেকআপের কোনও ব্যবস্থা নেই।

এদিকে, ভারতীয় ট্রাক চালকরা বলেন, ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশের পরও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। এমনকি ভারতেও কোন চেকআপের ব্যবস্থা নেই।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাঈদ জানান, সরকার ও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় করোনাভাইরাস প্রতিরোধে চেকপোস্টে মেডিক্যাল টিম কাজ করছে।

যাত্রী প্রবেশের সময়সীমা পর্যন্ত মেডিকেল টিম কাজ করে। এই স্থলবন্দর দিয়ে বিশেষ করে চীন থেকে পাসপোর্টযাত্রীদের আসার সম্ভাবনা থাকায় তাদের চেকআপ করা হয়। ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষার বাইরে রয়েছেন।

সূত্রঃ বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকার সাহেল অঞ্চলগুলোতে আরো 600 সৈন্য বৃদ্ধি করলো ক্রুসেডার ফ্রান্স!
পরবর্তী নিবন্ধঅফিসে তালা ঝুলিয়ে ফুটবল খেললেন, গান শুনলেন সরকারি কর্মকর্তারা