শাহিনবাগে মানব বোমা তৈরি হচ্ছে ‘বলে নিরীহ মহিলা আন্দোলনকারীদের কটাক্ষ করল বিজেপি মন্ত্রী গিরিবাজ

0
1082

ফের বিতর্কিত মন্তব্য করল সন্ত্রাসী বিজেপি নেতা। এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলে দিল, ‘‌শাহিনবাগ মানব বোমায় ভরে গেছে। রাজধানীতে বসেই নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’‌
এর আগেও একাধিক বিতর্কিত টুইট করেছে গিরিরাজ সিং। একেরপর এক বিজেপি নেতারা লাগামহীন মন্তব্য করে চলেছেন। বৃহস্পতিবার সকালে গিরিরাজ সিং বলেন, ‘‌শাহিনবাগে এখন আর আন্দোলন হচ্ছে না। এখানে প্রতিদিন মানব বোমা তৈরি হচ্ছে। রাজধানীতে বসেই দেশের বিরুদ্ধে চক্রান্তের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।’‌
গত প্রায় একমাস ধরেই শাহিনবাগে সিএএ–এনআরসি বিরোধী আন্দোলন চলছে শান্তিপূর্ণভাবে। বৃহস্পতিবার সকালে গিরিরাজ সিংয়ের টুইটের পর হইচই পড়ে যায় রাজধানীতে। যদিও প্রথম টুইটটির স্বপক্ষে কিছুক্ষণ পরেই আর একটি টুইট করেন গিরিরাজ। তিনি দ্বিতীয় টুইটে বলেন, ‘‌শাহিনবাগে একজন শিশু মারা গেলে তাঁর মা বলেন আমার ছেলে শহিদ। এটা মানব বোমা নয়ত কী?‌ আমাদের দেশকে বাঁচাতে হলে এই মানব বোমার থেকে সতর্ক থাকতে হবে।’‌
বিতর্কিত টুইটের জন্য বেশ ঘৃণিত হয়ে উঠেছেন গিরিরাজ। বিজেপির তরফে কোনও সতর্কবার্তাও দেওয়া হয়নি তাঁকে। তাই দিনদিন লাগামহীন মন্তব্য বেড়েই চলেছে গিরিরাজের।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়া | কুফ্ফার বাহিনীর বিমান ভূপাতিত করার পাশাপশি 34 এরও অধিক সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধগোপন তথ্য ফাঁস: করোনা ভাইরাসে চীনে মারা গেছে ২৫ হাজার!