একটি অস্ট্রেলিয়ান সংস্থার তথ্য অনুযায়ী, ৮০ হাজারেরও বেশি উইগুরকে সংশোধন ক্যাম্প থেকে সরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কারখানায় জোরপূর্বক কাজ করানো হচ্ছে ৷
‘উইগুরস ফর সেল’ শিরোনামের একটি প্রতিবেদনে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট জানিয়েছে এমন ২৭টি কারখানার কথা, যেখানে চীনের পশ্চিমাঞ্চলের রাজ্য জিনজিয়াং থেকে ৮০ হাজারের বেশি উইগুরকে ক্যাম্প থেকে বের করে নিয়ে কাজ করানো হচ্ছে৷ ২০১৭ সাল থেকেই এই কারখানাগুলিতে উইগুরদের নিয়োগের প্রক্রিয়া চলছে৷
প্রতিবেদনটি বলছে, ‘‘বিশ্বের ৮৩টি বিখ্যাত ব্র্যান্ডের কারখানায় উইগুরদের জোরপূর্বক কাজ করানোর খবর আমরা পেয়েছি৷ এইসব ব্র্যান্ডের পণ্যের মধ্যে রয়েছে বিশ্বের তাবড় তথ্যপ্রযুক্তি, পোশাক ও যানবাহন প্রস্তুতকারী সংস্থা, যেমন অ্যাপল, বিএমডাব্লিউ, নাইকি, হুয়াওয়ে, স্যামসাং, সোনি ও ফক্সভাগেন৷’’
প্রতিবেদনের লেখকদের অন্যতম জেমস লেইবোল্ড বলেন, এই ঘটনার দায় চীনা সরকারের পাশাপাশি এই সংস্থাগুলিরও৷ তিনি বলেন, ‘‘অবিলম্বে তৃতীয় পক্ষের এক দল পরীক্ষক এনে পরিস্থিতির সরেজমিন তদন্ত দরকার৷ তাহলেই বোঝা যাবে ঠিক কতটা গুরুতর এই সমস্যা৷’’
সরকারী নথি ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এই প্রতিবেদনে রয়েছে বিখ্যাত ব্র্যান্ডের সাথে চীনা সরকারের যোগসাজশের কথা৷