শাহীন বাগে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে মুক্ত করে দিল ভারতীয় কুফরী আদালত

0
1032
গত ১ ফেব্রুয়ারি দিল্লির শাহিনবাগে  গুলি চালানোর পর ক্যামেরার সামনে বুক ফুলিয়ে ‘জয় শ্রীরাম’ বলেছিল কপিল গুজ্জর।

সেই হিন্দু সন্ত্রাসীকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। গত শনিবার দিল্লির এক কুফরী আদালত কপিলের জামিন আর্জি মঞ্জুর করে। দিল্লির শাহীন বাগে নয়া নাগরিকত্ব আইন, সিএএ-বিরোধী সমাবেশে মুসলিমদের উপর গুলি চালিয়ে খবরের শিরোনামে আসে এই যুবক। এদিন ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আর্জি মঞ্জুর করা হয়েছে। খবর-এই সময়
ছবির ডানে কপিল গুজ্জর

দিল্লিতে, গত ১ ফেব্রুয়ারি শাহীন বাগে প্রকাশ্যে গুলি চালিয়ে হইচই ফেলে দেয় গেরুয়া সন্ত্রাসী  কপিল গুজ্জর।  শাহীন বাগে গুলি চালানোর সময়, কপিলের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান ছিল।
কপিল গুজ্জরের মত আরেক হিন্দু সন্ত্রাসী সিএএ-বিরোধী মিছিলে জামিয়া মিলিয়ার পড়ুয়াদের উপর ভারতীয় মালাউন পুলিশের সামনে গুলি চালিয়েছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকা | মুজাহিদদের হামলায় মুরতাদ বাহিনীর 3টি সামরিকযান ধ্বংস, হতাহত অনেক!
পরবর্তী নিবন্ধইনফোগ্রাফি | করোনা ভাইরাসে আক্রান্ত লোকের বর্তমান পরিসংখ্যান!