হিজাব পড়া কোনো ধর্মীয় অনুশাসন অথবা ধর্মীয় বিষয় নয়, বরং অপসংস্কৃতি বলে মন্তব্য করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।
গত রোববার আরামবাগ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে।
রাশেদ খান মেনন বলেছে, বর্তমান সমাজে শিক্ষার দিক দিয়ে নারীরা ছেলেদের থেকে এগিয়ে গেলেও সংস্কৃতিতে তারা পিছিয়ে আছে। আজকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর বাঙালি মেয়েদের দেখা যায় না। ছোট হিজাব পরা সৌদি অথবা দুবাই ফেরত নারীদের দেখা যায়। এই হিজাব পরা কোনো ধর্মীয় অনুশাসন নয়, বরং অপসংস্কৃতি।