চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

0
721
চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে (১৫ মার্চ) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৮ এর আশাশুনি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব রায় জামিন মঞ্জুর না করে এই আদেশ দেন। খবর- বাংলা ট্রিবিউন

অভিযুক্ত আসমাউল হুসাইন আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সূত্র জানায়, এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হুসাইন। তার বিরুদ্ধে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস থেকে চাঁদা আদায়, অপহরণ, নারী নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।

মামলার বাদী সাংবাদিক ও এনজিও কর্মকর্তা জাবের হোসেন অভিযোগ করেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর অভিযুক্ত হুসাইন তার কাছ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা নেয় এবং জোরপূর্বক তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে তিনি ওই ঘটনায় থানায় মামলা করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইসলাম ধর্ম নিয়ে বিষোদগার করল’ হিন্দু শিক্ষক শিবানন্দ দেব: জনতার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধভারতে মুসলিম তরুণদের পরিকল্পিতভাবে অপহরণ করা হচ্ছে: জমিয়তে উলামায়ে হিন্দ