আফগানিস্তানে একজন নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করেছেন অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের এক সৈনিক। ২০১২ সালে এ ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনার ভিডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) সোমবার তাদের একটি প্রোগ্রামে ওই ভিডিও ফুটেজটি প্রচার করেছে।
এই ভিডিওতে ২০১২ সালের মে মাসে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উরুগান প্রদেশে অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের একটি অভিযানের অংশ দেখানো হয়েছে।
ফুটেজটিতে দেখা যাচ্ছে, একজন অস্ট্রেলিয়ান সৈন্য মাটিতে পড়ে থাকা এক লোকের দিকে নিজের রাইফেল তাক করে রয়েছেন। লোকটি এসএএস স্কোয়াডের কুকুর দ্বারা আক্রান্ত হয়ে মাটিতে পড়ে ছিলেন।
ওই সৈনিক দুই মিটার দূরে থেকে লোকটিকে তিনবার মাথা এবং বুকের ওপরে গুলি করেন। এর আগে সৈনিকটিকে তার উর্ধ্বতন কর্মকর্তার উদ্দেশে বলতে শোনা যায়, আপনি কি চান যে আমি তাকে ফেলে দিই…
এদিকে ভিডিওটি সম্প্রচারের পর তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।