শরিয়ার হুকুম অমান্য করলেও এখন করোনা আতঙ্কে দেশজুড়ে মদের বার বন্ধ রাখার নির্দেশ

0
1326
শরিয়ার হুকুম অমান্য করলেও এখন করোনা আতঙ্কে দেশজুড়ে মদের বার বন্ধ রাখার নির্দেশ

ইসলামি শরিয়ার বিধানে মদ, জুয়া, পতিতালয় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আল্লাহর বিধানকে উপেক্ষা করে তাগুত্ব সরকারগুলো সেগুলো বন্ধ না করে প্রকাশ্য মদদ দিয়ে টিকিয়ে রেখেছে। অবশেষে আল্লাহর গযব নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে সব হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবের বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, বারগুলো বন্ধের সময় নাকি এখনো হয়নি।

বৃহস্পতিবার মাদক দ্রব্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে। বৃহস্পতিবার থেকেই এ নির্দেশ কার্যকর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদক দ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, “বর্তমান পরিস্থিতির কারণে হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাবের বারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব জায়গায় যেহেতু জটলা হয়, জনসমাগম হয় সে কারণে এ নির্দেশ প্রদান করা হয়েছে।”

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনার আতঙ্কে জুমা-জামাত বন্ধ করা যাবে না: মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ
পরবর্তী নিবন্ধ‘তনুকে সবাই ভুলে গেছে’- মামলারও কোনও অগ্রগতি নেই