করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট দিয়েছে ভারতের আলিপুরদুয়ারের বিজেপির সন্ত্রাসী রতন তরফদার। রতন তরফদার আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা রতন তরফদার গত সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন।
‘করোনা ভাইরাস‘ ও ‘কোরান’ এ দুটি শব্দকে সম্পর্কিত করে তার এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি করে।
আটকের দিন বিকেলে সন্ধ্যায় ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি। তিনি বলেন, করোনা ও কোরানকে এক জায়গায় এনে ভয়ংকর পোস্ট করেন রতন তরফদার। ধর্ম নিয়ে সে কটূক্তি করেছে।
এই ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।
বঙ্গ রিপোর্টে জানা গেছে, মালাউন রতন তরফদার সন্ত্রাসী দল আরএসএসের নেতা। সে আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক। এ মালাউনের আটকের ঘটনায় সন্ত্রাসীদের বিভিন্ন মহলে শোরগোল পড়ে গেছে। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মালাউন গঙ্গাপ্রসাদ শর্মা তাকে শুধু আটকের ঘটনারকেও পুলিশের অতি সক্রিয় ভূমিকা হিসেবে তুলে ধরেছে।