নিরুপায় অভিবাসী শ্রমিকদের রাস্তায় ফেলে অমানবিকভাবে স্প্রে করল যোগী সরকার

0
1544
নিরুপায় অভিবাসী শ্রমিকদের রাস্তায় ফেলে অমানবিকভাবে স্প্রে করল যোগী সরকার

ভারত জুড়ে লকডাউনের দরুন বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বহু অভিবাসী শ্রমিক। ঘরে ফেরার জন্য উন্মুখ সকলে। কিন্তু যানবাহন না চলায় নিরুপায় তাঁরা। এরই মাঝে অভিবাসী শ্রমিকদের উপর অমানবিক পদক্ষেপ নিতে দেখা গেল বর্বর যোগী সরকারকে। খবর-জি নিউজ ইন্ডিয়া

উত্তর প্রদেশের বরেলি জেলার অভিবাসী শ্রমিকদের ওপর রীতিমতো বৃষ্টির মতো জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। প্রোটেকটিভ গিয়ার পরিহিত একদল কর্মী অভিবাসী শ্রমিকদের উপরে জীবাণুনাশক স্প্রে করে চলেছেন। মহিলা,শিশু নির্বিশেষে সকলের উপরেই কামান গতিতে ছোড়া হচ্ছে ওই জীবাণুনাশক ।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, নিজেদের চোখ বন্ধ করুন। শিশুদের চোখ বন্ধ করে দিন। এই অভিবাসীদের মূলত দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার ব্যবস্থা হয়।

 

বরেলির মুখ্য দমকল আধিকারিক চন্দ্রমোহন শর্মা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, ওই জীবাণুনাশকে রাসায়নিক থাকে। তা  কোনও মানুষের উপরে প্রয়োগ করা উচিত নয়।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুমা সালাত আদায় করায় ইমাম-মুয়াজ্জিনসহ ৪৩ জনকে আটক করল পাক মুরতাদ বাহিনী
পরবর্তী নিবন্ধব্যাংক থেকে দেদারসে ঋণ নিচ্ছে সরকার, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আগেই