জুমা সালাত আদায় করায় ইমাম-মুয়াজ্জিনসহ ৪৩ জনকে আটক করল পাক মুরতাদ বাহিনী

0
1272
জুমা সালাত আদায় করায় ইমাম-মুয়াজ্জিনসহ ৪৩ জনকে আটক করল পাক মুরতাদ বাহিনী

মসজিদে জুমার নামাজ আদায় করায় ৪৩ জনকে আটক করা হয়েছে পাকিস্তানের দুই প্রদেশে। করোনাভাইরাসের অজুহাতে দেশটিতে জুমার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু তা না মেনে নামাজ আদায় করায় মুয়াজ্জিন ও ইমামসহ বাকিদের আটক করে মুরতাদ পুলিশ। খবর- আমাদের সময়

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ৪৩ জনের মধ্যে ৩৮ জন সিন্ধু প্রদেশের, বাকিরা পাঞ্জাবের। এ দুটি প্রদেশে আগামী ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় মুরতাদ প্রশাসন। কিন্তু তাওহিদবাদী মুসলিমরা নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদে জুমার নামাজ আদায় করে। এদের মধ্যে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও আছেন।

সিন্ধু প্রদেশের স্থানীয় প্রশাসনের মুখপাত্র মুর্তজা ওয়াহাব গত বৃহস্পতিবার এক টুইটার বার্তায় মসজিদে জামাত আদায়ের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানান।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনায় লাখো মানুষ পথেঘাটে, লকডাউন করে চরম বিপাকে মালাউন মোদি সরকার
পরবর্তী নিবন্ধনিরুপায় অভিবাসী শ্রমিকদের রাস্তায় ফেলে অমানবিকভাবে স্প্রে করল যোগী সরকার