সারাদেশে লকডাউন, মির্জাপুরে কর্মহীন মানুষ পরিবার নিয়ে বিপাকে

0
708

করোনা ঠেকাতে ছুটিতে দেশ। বন্ধ দোকানপাট। চলছে না গাড়ি। শূন্য পথঘাট। বন্ধ কর্মস্থল। স্বল্প আয়ের মানুষও আজ গৃহবন্দী। কাজ নেই। কর্মহীন অনেকের ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। উপজেলা প্রসাশন বলছেন কর্মহীন মানুষের তালিকা পেলে যাচাই বাছাই শেষে খাদ্য সামগ্রী দেয়া হবে। এ অবস্থায় খাদ্য সংকটে থাকা কর্মহীন মানুষ পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বলে জানা গেছে। খবরঃ কালের কন্ঠের

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়েছেন বলে জানা গেছে।
গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া (শিকদারপাড়া) গ্রামের মেক্সি চালক প্রতিবন্ধী হারেজ শিকদার, জুলহাস শিকদার, ভ্যান চালক সেলিম শিকদার ও মিনহাজ শিকদার জানান, যানবাহন বন্ধ রয়েছে। হাট বাজারে মানুষের চলাফেরা নেই। তাই কাজে বের হতে পারি না। এখন পরিবার নিয়ে খেয়ে না খেয়ে অসহায়ের মতো দিন পার করতে হচ্ছে। কেউ তাদের সহযোগীতা করছেন না বলে তারা জানান।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিনে দিনে বাড়ছে পরিক্ষাহীন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা!
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ইনহেলার স্বল্পতা ও সঙ্কটে দেশটির অর্থনীতির আসল চেহারা ফাঁস