বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মামদুদুর রহমান মইনুলসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল সরকার বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন।
সংবাদ মাধ্যম কালের কন্ঠ অভিযোগ সূত্রে জানিয়েছে, উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মোনছের আলীর ছেলে জুয়েল সরকার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি সন্ত্রাসী যুবলীগের রাজনীতির সাথে জড়িত। জুয়েল সরকারের নিকট বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেন একই গ্রামের যুবলীগ নেতা মামদুদুর রহমান মইনুল ও তার লোকজন। কিন্ত জুয়েল সরকার তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন।
এতে জুয়েল সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন মইনুল ও তার লোকজন। একপর্যায়ে জুয়েল সরকারের ছবি বিকৃত করে মাদকদ্রব্য সেবনের একটি ভিডিও তৈরি করেন তারা। জুয়েল সরকারের সেই ভিডিওটি ৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল করেন মইনুল ও তার লোকজন।
এ ঘটনায় জুয়েল সরকার বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেনের ছেলে মামদুদুর রহমান মইনুল ও আলীমুদ্দিনের ছেলে আল-মাহমুদসহ চারজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে মামদুদুর রহমান মইনুল বলেন, জুয়েল সরকারের মাদক সেবনের ভিডিও ভাইরাল করার ঘটনার সাথে আমি জড়িত না। তারপরও তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২২ মার্চ থানায় অভিযোগ দিয়েছি। ওই অভিযোগ থেকে বাঁচার জন্য তিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়েছেন।