আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার বিজয়ের পাশাপাশি প্রতিনিয়ত আফগান বাহিনী ছেড়ে তালেবানদের সাথে এসে মিলিত হচ্ছে শত শত আফগান সৈন্য।
এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিলেও আফগানিস্তানের বলখ প্রদেশের ৪টি এলাকা হতে ২৪ আফগান সৈন্য কাবুল প্রশাসনের ধোঁকাবাজি ও ইসালামের বিরুদ্ধে তাদের যুদ্ধ স্পষ্ট হলে তারা সেচ্ছায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে যোগদান করে।
একইভাবে ঘৌর প্রদেশের “শাহরাক” জেলা হতেও তালেবানদের সাথে এসে যোগদান করে আরো ৭ আফগান সেনা সদস্য।
আলহামদুলিল্লাহ, ইমারতে ইসলামিয়ার দায়িত্বশীল তালেবান মুজাহিদিন তাদেরকে স্বাগত জানান।
আলহামদুলিল্লাহ