কোয়ারেন্টাইন ফেরত ৫৪ বিদেশি তাবলিগিকে জেলে পাঠানোর নির্দেশ দিলো উত্তরপ্রদেশের মালাউন যোগী

0
963
কোয়ারেন্টাইন ফেরত ৫৪ বিদেশি তাবলিগিকে জেলে পাঠানোর নির্দেশ দিলো উত্তরপ্রদেশের মালাউন যোগী

কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার পর এবার নিজামুদ্দীনের তাবলিগ জামাতের ৫৪ বিদেশি সদস্যকে জেলে পাঠানোর নির্দেশ দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস।

রাজ্যের শাহারানপুরে ছিলেন ওইসব বিদেশি নাগরিকরা। এতদিন তারা ছিলেন কোয়ারেন্টাইনে। সেই পর্ব শেষ হওয়ায় তাদের এবার পাঠানো হচ্ছে অস্থায়ী জেলে। পরবর্তী তালিকায় রয়েছে আরও ১২ জন। তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ এখনও শেষ হয়নি। তা শেষ হলেই তাদের নিয়ে কোনও নতুন নির্দেশ দেবে সরকার। আপাতত তারা রয়েছেন দেওবন্দে।

উল্লেখ্য, গত মাসে দিল্লির নিজামুদ্দিনে কয়েক হাজার ভারতীয় এবং কয়েকশো বিদেশি তবলিগ জামাতের ইজতেমায় যোগ দেন। ইজতেমা শেষে তারা ছড়িয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে। এখনও পর্যন্ত সেইসব জামাত ও তাদের সংস্পর্শে আসা ২৫,০০০ লোককে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের চিনিয়ে দিতে পারলে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে ১৮,০০০ এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৯০ জনের। ৩,২৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সূত্র: ইসলাম টাইমস

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার দেওবন্দ মাদ্রাসাকে করোনা ভাইরাসের বৃহত্তম হটস্পট উল্লেখ করে টুইট করলো হিন্দুত্ববাদী সংবাদমাধ্যম নিউজ-১৮
পরবর্তী নিবন্ধসেই মুসলিম নাগরিককে নির্মমভাবে হত্যা করলো তাগুত সৌদি বাহিনী! [Video]