সিরিয়ার আফ্রিনে জ্বালানী ট্রাক বোমা হামলায় ৪৭ জন নিহত, মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা

0
1330
সিরিয়ার আফ্রিনে জ্বালানী ট্রাক বোমা হামলায় ৪৭ জন নিহত, মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা

সিরিয়ায় আলেপ্পোর উত্তরাঞ্চলের আফ্রিন শহরে পেট্রোল গাড়ি বোমা হামলায় ৪৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল আল-জাজিরারসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরটি উঠে আসে।

গতকাল আফ্রিন শহরের জনাকীর্ণ একটি রাস্তায় সাধারণ মানুষ ও বাজারকে লক্ষ করে বোমাটি বিস্ফোরিত করা হয়। হামলায় নারী ও শিশুসহ ৪৭ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়।আসেপাশের দোকানপাটসহ অন্যান্য লক্ষবস্তুও আক্রান্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, রাস্তায় অনেকগুলো গাড়ি চলাচল করছিল। হঠাৎ বিশাল বিস্ফোরণে চারদিক আগুনে চেয়ে যায়।মুহুর্তেই মানুষের লাশগুলো ছিন্নভিন্ন হয়ে এদিক ওদিক পরে থাকতে দেখা যায়। অনেক লাশ গাড়ির ভেতরে আটকা পড়ে।

হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স, সিরিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য আহবান জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে হামলার সাথে শিয়া ও কুর্দিরা জড়িত রয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত না হলেও ১০ ইন্দোনেশীয় মুসল্লিকে গ্রেফতার করলো ভারত
পরবর্তী নিবন্ধইসরাইলকে ফিলিস্তিনে আরো আগ্রাসন চালাতে সমর্থন বিশ্বসন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের