সন্ত্রাসী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কথিত ক্ষমতাধর দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২ হাজার ৯৬৩ জন। মৃতের সংখ্যা ৫৬ হাজার ৩৮৭ জন। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। চিকিৎসাধীন রয়েছে ৮ লাখ ৬ হাজার ৬৯০ জন। তার মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে আছে ১৪ হাজার ১৭৫ জন।
সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে ২ লাখ ৯৭ হাজার ২২৪ জন। নিউ জার্সিতে ১ লাখ ১১ হাজার ১৮৮ জন। ম্যাসাচুসেটসে ৫৪ হাজার ৯৩৮ জন। ইলিনয়িসে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৮৮৩ জন। ক্যালিফোর্নিয়ায় ৪৩ হাজার ৭৮৪ জন। পেনসালভানিয়ায় ৪৩ হাজার ১৫৫ জন।
মিশগানে ৩৮ হাজার ২১০ জন। ফ্লোরিডায় ৩২ হাজার ১৩৮ জন। লুসিয়ানায় ৩২ হাজার ১৩৮ জন। এ ছাড়া টেক্সাসে ২৫,২৯৭, কানেক্টিকাটে ২৫,২৬৯ ও জর্জিয়ায় ২৩,৭৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৫২ হাজার ৬২৯ জন। প্রাণ হারিয়েছে ২ লাখ ১০ হাজার ৮১৮ জন। সেরে উঠেছে ৯ লাখ ১৭ হাজার ৩৯৭ জন।
সূত্র: রাইজিংবিডি