খোরাসান | দরিদ্ররা পাচ্ছেননা ত্রাণ কার্ড, প্রতিবাদ করায় ৬ জনকে হত্যা করেছে কাবুলের তাগুত প্রশাসন

0
1177
খোরাসান | দরিদ্ররা পাচ্ছেননা ত্রাণ কার্ড, প্রতিবাদ করায় ৬ জনকে হত্যা করেছে কাবুলের তাগুত প্রশাসন

করোনা ভাইরাস বিস্তারের পর হতে খাবার সংকটে ভুগছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন, যার প্রভাব থেকে বাদ পড়েছেনা যুদ্ধকবলিত আফগানও।

এমন পরিস্থিতিতে দায় এড়াতে গরিবের থেকে তুলা টেক্সের টাকা হতেই ত্রান বিতরণের ঘোষণাও দিয়েছিল মুরতাদ কাবুল সরকার। কিন্তু এখানেও তাদের জালিয়াতির শেষ নেই। গরিবদের মাঝে ত্রান বিতরণের কথা থাকলেও গরিবরা পাচ্ছেননা ত্রাণকার্ড। আর একারণে রাস্তায় নেমে প্রতিবাদ করেন আফগান জনসাধারণ।

“আল ইমারাহ পোশ্ত” তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ আহমাদী হাফিজাহুল্লাহ্ এর বরাত দিয়ে এবিষয়ে একটি সংবাদ প্রচার করেছে। সংবাদটিতে বলা হয় যে, ৯ মে সকালে ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোয়, দরিদ্র নাগরিকদের খাবার/ত্রাণ কার্ড না দেওয়ার কারণে কাবুলের পুতুল প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন দেশটির জনসাধারণ।

কিন্তু মুরতাদ কাবুল প্রশাসন সমাধানের পথ ছেড়ে প্রতিবাদকারী আফগান জনসাধারণের বিরুদ্ধে লেলিয়ে দেয় মুরতাদ বাহিনীকে। এসময় জনসাধারণের উপর গুলি চালায় মুরতাদ বাহিনী। যার ফলে একজন সাংবাদিকসহ ৬ জন নিরাপরাধ লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১২ জন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে ৫৩ কাবুল সেনা সদস্য
পরবর্তী নিবন্ধকরোনা ভাইরাসের মধ্যেও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ, বিপর্যস্ত চিকিৎসাব্যবস্থা