২৪ ঘণ্টায় সারা বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে

0
939
২৪ ঘণ্টায় সারা বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসে বিশ্বব্যাপী দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই দ্বিতীয় স্থানটি ব্রাজিলের দখলে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। আমাদের সময়

২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় এরপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গতকাল রোববার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

ব্রাজিলে এখন সর্বমোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৭১৬ জন। যা বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর হিসেবে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এরপরই মৃত্যুর সংখ্যায় পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৬১৮ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমেরিকার নিষেধাজ্ঞার হুমকিতে স্নায়ুযুদ্ধের হুঁশিয়ারি চীনের
পরবর্তী নিবন্ধএবার তোরণ নির্মাণ নিয়ে সন্ত্রাসী আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫