নাটোরে শিশু গৃহকর্মী ধর্ষণের ঘটনায় আ.লীগ নেতা আটক

0
1063
নাটোরে শিশু গৃহকর্মী ধর্ষণের ঘটনায় আ.লীগ নেতা আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে সাখাওয়াত হোসেন (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাখাওয়াত বড়াইগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত খয়ের উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী কিশোরী, তার পরিবার ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২২ মে সাখাওয়াতের বাড়ির সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে তিনি গৃহকর্মী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন। মেয়েটির কান্না শুনে আশপাশের লোকজন এসে তার মাকে ডেকে এনে তার সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন। তার মা স্থানীয় মাতব্বরদের কাছে এ ব্যাপারে বিচার চাইলে তাঁরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়ে যায়। পরবর্তী পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

উল্লেখ্য দেশের চলমান বিচারব্যবস্থায় দরিদ্র ভিকটিম’রা ন্যায়বিচার পাওয়া থেকে বরাবরই বঞ্চিত হন। এক্ষেত্রে শিশু গৃহকর্মী ধর্ষণের বিচার পাবেন কিনা ভিকটিমের পরিবারও স্থানীয় এলাকাবাসী এনিয়ে আস্থাহীনতায় ভুগছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা না দিয়ে মুসলমানদের পেটানো উচিত: ভারতীয় মুসলিমবিদ্বেষী হিন্দু চিকিৎসক
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা অমান্য করে তাবলিগের ২৫৫০ বিদেশি মুসলিমকে কালো তালিকাভুক্ত করল ভারত