বিএসএফের গুলিতে প্রাণ গেল এক প্রতিবন্ধী যুবকের

0
807
বিএসএফের গুলিতে প্রাণ গেল এক প্রতিবন্ধী যুবকের

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত সন্ত্রাসী বিএসএফের গুলিতে আব্দুল জলিল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল জলিল উপজেলার গোবরাকোড়া ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

হালুয়াঘাট থানার ওসি আরী মাহমুদ বলেন, “নিহত আব্দুল জলিল মানসিক প্রতিবন্ধী। কখন এ ঘটনা ঘটেছে সঠিক জানি না। আমি খবরটি শুনেছি মঙ্গলবার দুপুর ১২টার দিকে।”

বিএসএফের এ ঔদ্ধত্য নতুন কিছু নয়। ক’দিন পরপরই তারা তাদের রক্তপিপাসা মেটায় বাংলাদেশিদের বুকে গুলিয়ে চালিয়ে। তাদের কাছে এটা যেমন স্বাভাবিক, আমাদের কাছেও তা মেনে নেওয়া স্বাভাবিক হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকজন এর মৌখিক প্রতিবাদ করলেও এর নেই কোনো প্রায়গিক রূপ। থাকার কথাও নয়। কেননা বর্তমান এ তাগুত সরকার তো ভারতের আজ্ঞাবহ দাস সদৃশ। তাই দাসের ওপর কারণে-অকারণে মনিব এ জাতীয় নির্যাতন স্বাভাবিক হিসেবেই মেনে নিতে হবে।

ভারতবান্ধব নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণের উপর পার্শ্ববর্তী রাষ্ট্রের নির্যাতনকে উস্কে দিচ্ছে। সরকারের নিরবতায় ভারত যুগ যুগ ধরে পাখির মতো বাঙালি মুসলমানদের হত্যা করে যাচ্ছে। সরকার বা জনগণের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিক্রিয়াও দেখা যায় না।

এতকিছু দেখার পরেও যদি আমরা কিছুই না দেখি, এতকিছু জানার পরেও যদি আমরা কিছুই না জানি, তবে সত্যিই আমাদের জন্য ভয়ানক কিছু দিন অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।


আবু আব্দুল্লাহ উসামা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট-শাম | জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা চৌকিগুলোতে সতর্ক অবস্থানে আল-কায়েদা মুজাহিদিন।
পরবর্তী নিবন্ধগোঁজামিলের বিদ্যুৎ বিলে জনগণের দুর্ভোগ