সীমিত পরিসরে হজ্বের ঘোষণা দিলো সৌদি আরব

0
1139
সীমিত পরিসরে হজ্বের ঘোষণা দিলো সৌদি আরব

করোনা মহামারির কারণে এবার ‘খুবই সীমিত’ আকারে হজ আয়োজন করার কথা ঘোষণা করেছে সৌদি আরব।

সোমবার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কথা জানায়।

দেশটি জানিয়েছে, হজে বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিতে পারবেন। তবে তারাই শুধু যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘করোনাভাইরাস মহামারি অব্যাহত থাকায় এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ও বড় সমাবেশে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ নয়া দিগন্ত

‘ইতিমধ্যে সৌদি আরবে অবস্থানকারী বিভিন্ন জাতীয়তার সীমিত সংখ্যক মুসলিম হজ পালন করতে পারবেন।’

গত বছর প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছিল। এর মধ্যে প্রায় ১৮ লাখ পুণ্যার্থী বিভিন্ন দেশ থেকে এতে অংশ নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারিতে বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্তের কারণে বিশ্বের মুসলমানরা এবার সৌদি আরবে আসতে পারছেন না।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোঁজামিলের বিদ্যুৎ বিলে জনগণের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধএবার কোটালীপাড়া পৌর মেয়র করোনায় আক্রান্ত