
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মেয়র ও সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা হাজি মো. কামাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গত কয়েকদিন ধরে পৌর মেয়র জ্বর অনুভাব করলে গত রবিবার তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। গত সোমবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য মেয়রের করোনা রিপোর্ট পজিটিভের কথা নিশ্চিত করে বলেন, মেয়র মহোদয় বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। কালের কন্ঠ