আফগানিস্তানের ফারহ ও কান্দাহারে অভিযান চালিয়ে মুরতাদ কাবুল প্রশাসনের ৫ সেনাকে হত্যা এবং ৬ সেনাকে জীবিত বন্দী করেছেন তালেবান মুজাহিদিন।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় মুখপাত্র মুহতারা ক্বারী মুহাম্মদ ইউসুফ আহমাদী হাফিজাহুল্লাহ্ ১১ জুলাই শনিবার তাঁর এক টুইটার বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, আজ শনিবার (১১ জুলাই) ফারহ প্রদেশের কেন্দ্রীয় শহরের একটি এলাকায় মুরতাদ কাবুল সেনাদের একটি চেকপোস্টে হামলা চালিয়েছেন তালেবান মুজাহিদিন। এসময় কাবুল বাহিনীতে থাকা তালেবান সমর্থক ২ সেনা সদস্যের সহায়তায় মুজাহিদগণ চেকপোস্টিতে সফলভাবে হামলা চালিয়েছেন এবং চেকপোস্টি খুব সহজেই বিজয় করে নিয়েছেন।
এই অভিযানের সময় চেকপোস্টের দায়িত্বে থাকা কাবুল প্রশাসনের ৬ সেনাকে মুজাহিদগণ জীবিত বন্দী করেছেন। মুজাহিদগণ গনিমত লাভ করেছেন ৭টি যুদ্ধাস্ত্র।
অপরদিকে কান্দাহার প্রদেশের ডান্ড জেলায় মুরতাদ কাবুল প্রশাসনের কমান্ডার ইসমাঈল চেকপোস্টে অবস্থিত মুরতাদ সৈন্যদের টার্গেট করে লেজারগাণ দ্বারা হামলার চালিয়েছেন তালেবান মুজাহিদগণ। যার ফলে মুরতাদ কাবুল বাহিনীর ৫ সেনা সদস্য নিহত হয়েছি।