আ.লীগ নেতাকে মসজিদের কমিটিতে না রাখায় গুলি করে হত্যা: হতাহত বেড়ে ১৩

0
967
আ.লীগ নেতাকে মসজিদের কমিটিতে না রাখায় গুলি করে হত্যা: হতাহত বেড়ে ১৩

খুলনায় মসজিদের কমিটিতে অন্তর্ভুক্ত না করায় আওয়ামীলীগ নেতার পোষা সন্ত্রাস বাহিনীর গুলিতে ৩ নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছিল।
মহানগরীর আটরা-গিলাতলা ইস্টার্ন গেট এলাকায় সংঘটিত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন তিনজন এবং পিটিয়ে অপরপক্ষের একজনকে হত্যা করা হয়েছে।

গুলিতে নিহতরা হলেন- আটরা-গিলাতলার মশিয়ালী এলাকার মো: বারিক শেখের ছেলে মো: নজরুল ইসলাম (৬০), একই এলাকার মো: ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০) এবং মো: সাইদুল শেখের ছেলে মো: সাইফুল ইসলাম (২৭)।

পিটিয়ে হত্যা করা হয়েছে জেহাদ নামে একজনকে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো সাতজন। তারা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, হত্যাকারী সন্দেহে মশিয়ালী গ্রামে হাচান আলী শেখের ছেলে জাকারিয়া, জাফরিন ও মিলটনের বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মশিয়ালী গ্রাম জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে লকডাউন শুধু মুসলমানদের জন্য, হিন্দুদেরকে তীর্থ যাত্রার অনুমতি দিলো মালাউন সরকার
পরবর্তী নিবন্ধগোমূত্র খাই বলেই সুস্থ আছি, গোমূত্র খেয়েই আমরা সুস্থ থাকবো: নির্বোধ বিজেপি সাংসদ