খুলনায় মসজিদের কমিটিতে অন্তর্ভুক্ত না করায় আওয়ামীলীগ নেতার পোষা সন্ত্রাস বাহিনীর গুলিতে ৩ নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছিল।
মহানগরীর আটরা-গিলাতলা ইস্টার্ন গেট এলাকায় সংঘটিত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন তিনজন এবং পিটিয়ে অপরপক্ষের একজনকে হত্যা করা হয়েছে।
গুলিতে নিহতরা হলেন- আটরা-গিলাতলার মশিয়ালী এলাকার মো: বারিক শেখের ছেলে মো: নজরুল ইসলাম (৬০), একই এলাকার মো: ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০) এবং মো: সাইদুল শেখের ছেলে মো: সাইফুল ইসলাম (২৭)।
পিটিয়ে হত্যা করা হয়েছে জেহাদ নামে একজনকে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো সাতজন। তারা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, হত্যাকারী সন্দেহে মশিয়ালী গ্রামে হাচান আলী শেখের ছেলে জাকারিয়া, জাফরিন ও মিলটনের বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মশিয়ালী গ্রাম জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।