আফগানিস্তানের উত্তর বালখ প্রদেশের ৬টি এলাকা থেকে ৪২ সেনা সদস্য তালেবান মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করেছেন। গত ১৭ জুলাই শুক্রবার এসকল সৈন্যরা তালেবানদের সাথে এসে যুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন তালেবান মুখপাত্র।
তালেবানের দাওয়াহ্ বিভাগের কর্মকর্তারা বলছেন যে, গত শুক্রবার বালখ প্রদেশের পাঁচটি জেলা থেকে মুরতাদ কাবুল সরকারি বাহিনী ত্যাগ করে ৪২ জন সেনা ও পুলিশ সদস্য তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে। তারা সকলেই আমীরুল মু’মিনীন এর সাধারণ ক্ষমা ঘোষাণার অধিনে মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা সরকারী আধিকারিকরা বেসামরিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গিকার করেছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ্ তাঁর টুইট বার্তায় আত্মসমর্পণকারী এসকল সৈন্যদের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন।