সংস্কারহীন রাস্তায় ভোগান্তিতে সাধারণ মানুষ

1
627
সংস্কারহীন রাস্তায় ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভারদি বাজার থেকে মুজুরদিয়া পাকা রাস্তার মধ্যে ভারদি বাজারের ৩০০ মিটার পাকা রাস্তা সংস্কারের অভাবে জনসাধারণের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে। সামান্য বৃষ্টি হলেই কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বাজারের এই প্রধান সড়কটি। এমনকি কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। রাস্তা ও মাছ বাজার সংস্কারের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। বাজারের রাস্তার দু’পাশ দিয়ে রয়েছে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

কাদা পানি জমার কারণে ওই সব ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে। উপজেলার কয়েকজন ব্যবসায়ী বলেন, আমাদের বাজারের ভিতরের রাস্তাটুকুু সংস্কার না করলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। ১৭-১৮ বছরের মধ্যে এই রাস্তাটি একবার সংস্কার হয়েছিলো। রাস্তায় পানি কাদা জমে থাকায় আমরা ব্যবসা করতে পারছি না। পানি কাদা থাকায় দোকানে কেউ আসে না। বণিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইমলাম বলেন, অনেক বছর ধরে রাস্তায় কাদা পানি জমে থাকছে। অনেক জায়গায় দৌড়ঝাঁপ করেছি রাস্তা সংস্কারের জন্য কোনো লাভ হয়নি। উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে তাতেও কোনো লাভ হয়নি। স্থানীয় এমপি মুনজুর হোসেন নির্বাচিত হওয়ার পর একবার ভারদি বাজারে এসেছিলেন তাকে বলেছিলাম। এমপি বলেছিলেন আমি দ্রুত রাস্তা ঠিক করে দেবো। তারপর আর কোনো খোঁজখবর নেননি। ভারদি বাজার কালীমন্দিরের সভাপতি নিখিল চন্দ্র বলেন, রাস্তাটির সর্বত্র পিচ উঠে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি পড়লে গর্তগুলোকে রাস্তার থেকে আলাদা করা যায় না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শুধু যান চলাচলই নয়, যাতায়াতের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, বাজারের এই ৩০০ মিটার পাকা রাস্তায় সংস্কারের অভাবে পানি কাদা জমায় রাস্তার দু’পাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। পথচারীরা পায়ে হেঁটে যেতে পারে না। যানবাহন তো চলতেই পারে না। কাদা পানির জন্য মাছ বাজারে ঢোকা যায় না। আমি অনেক দিন ধরে রাস্তা ও মাছ বাজার সংস্কার করার জন্য চেষ্টা চালিয়েছি তাতে কোনো লাভ হয়নি। উপজেলা প্রকৌশলীকে বলেছি, তিনি আমাকে বলেন- সরজমিন দেখে কি করা যায় সিদ্ধান্ত নেয়া হবে। উপজেলা প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, আমি ওইটুকু রাস্তার বিষয়টি শুনেছি। ইউএনও স্যার আর আমি সরজমিনে গিয়ে দেখবো- কি করা যায়। মানবজমিন

১টি মন্তব্য

Leave a Reply to abu ahmad প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনা কেলেঙ্কারিতে পরীক্ষায় আস্থা কমছে মানুষের
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || জুলাই ৩য় সপ্তাহ, ২০২০ঈসায়ী ||