জার্মানির বাডেন ওয়ারটেম্বার্গ স্টেটের স্কুলগুলোতে মুসলিম নারীদের চেহারা ঢেকে রাখা এবং নেকাব পরিধান করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জার্মান মিডিয়াগুলোর বক্তব্য অনুযায়ী, পশ্চিম জার্মানের বাডেন ওয়ারটেম্বার্গ স্টেটে সেখানকার সমস্ত স্কুলে মুখ ঢাকা এবং নেকাব পরিধান করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সূত্রের তথ্যমতে, সেখানকার সিটি কাউন্সিল মুখ ঢাকা এবং নেকাব পরিধানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্র: ডেইলি জং