আফগানিস্তানের ময়দানে ওয়ার্দাক প্রদেশ থেকে মুরতাদ কাবুল সরকারি বাহিনী ত্যাগ করে ইমারতে ইসলামিয়ায় যোগদান করেছে ২২ সেনা ও পুলিশ সদস্য।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ (হাফিজাহুল্লাহ্) ২৭ জুলাই তাঁর এক টুইটার বার্তায় জানিয়েছেন, আফগানিস্তানের ময়দানে ওয়ার্দাক প্রদেশের “নারখ” জেলা থেকে এই দিন কাবুল সরকারি বাহিনী থেকে পদত্যাগ করে ইমারতে ইসলামিয়ায় যোগদান করেছেন ২২ সেনা ও পুলিশ সদস্য।
তালেবান মুখপাত্র, তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নতুন যোগদানকারী সৈন্যদের ছবি এবং তাদের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন। মুজাহিদদের দাওয়াহ্ কমিশনের কর্মকর্তাগণ এসকল সৈন্যদের স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য যে, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মুরতাদ কাবুল প্রশাসনের সদস্যরা তালেবান মুজাহিদদের সাথে যোগ দিচ্ছে। আর এসকল সৈন্যদের মাসিক একটি পরিসংখ্যানও প্রকাশ করে থাকে তালেবান মুজাহিদদের আস-সামুদ পত্রিকা।
আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তুমি এইভাবেই তোমার দল কে প্রশস্ত করো। আমিন।