সোমালিয়া | রাজধানী মোগাদিশুর কেন্দ্রীয় কারাগারে সংঘর্ষ, নিহত ২০ সেনা সদস্য, পলায়ন করেছে কয়েক ডজন বন্দী

0
706
সোমালিয়া | রাজধানী মোগাদিশুর কেন্দ্রীয় কারাগারে সংঘর্ষ, নিহত ২০ সেনা সদস্য, পলায়ন করেছে কয়েক ডজন বন্দী

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির মুরতাদ সরকারের বৃহত্তম কারাগারটিতে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত ১০ আগস্ট সোমবার, পশ্চিমা সমর্থিত সোমালি মুরতাদ সরকারের মুখপাত্র “মুখতার অরুঙ্গু” কারাবন্দী ও কারাগারের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারী প্রতিবেদনে বলা হয়েছিল যে, একজন কারাবন্দী প্রথমে কারাগারের প্রহরীকে নিরস্ত্র করতে সফল হয়েছিল, তারপরেই বন্দিরা কারাগারের বাকী স্থানগুলোতে অভিযান চালায়।

সংঘর্ষের বাস্তবতা এখনও স্পষ্ট করা যায়নি, সোমালি সরকারী বিবরণীতে বলা হয়েছে যে, সংঘর্ষে ৫ উচ্চপদস্থ সরকারি বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২০ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেক। বিপরীতে কয়েক ডজন বন্দী কারাগার থেকে পলায়ন করতেও সফল হয়েছে।

বন্দিরা কীভাবে অস্ত্র পেয়েছিল সে বিষয়ে তদন্ত চলছে।

সোমবারের এই ঘটনা মুরতাদ সরকারের পক্ষে অত্যন্ত বিব্রতকর, কারণ সোমালিয়ার বৃহত্তম এই কারাগারটি সোমালিয় মুরতাদ বাহিনীর বিশেষ ফোর্সের পাশাপাশি দখলদার তুর্কি বাহিনী দ্বারা রক্ষিত ছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || আগস্ট ২য় সপ্তাহ, ২০২০ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধমালি | মুরতাদ বাহিনীর কারাগারে মুজাহিদদের হামলা, নিহত ৫৬ এরও অধিক