খোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করল কাবুল সরকারের ৬৪ সেনা সদস্য

0
1237
খোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করল কাবুল সরকারের ৬৪ সেনা সদস্য

আফগানিস্তানের বালখ প্রদেশের ৬টি জেলায়, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ‘দাওয়াতুল ইরশাদ’ বিভাগের কর্মকর্তাদের প্রচেষ্টা, আমিরুল মু’মিনীনের সাধারণ ক্ষমা ঘোষণার অধীনে এবং মুজাহিদদের কাছ থেকে সত্য জানতে পেরে বলখ প্রদেশ থেকে ৬৪ জন সৈন্য, পুলিশ সদস্য ও কাবুল প্রশাসনের কর্মকর্তারা তালেবান মুজাহিদদের কাছে এসে আত্মসমর্পণ করেছে।

তালেবান মুজাহিদগণ এসকল সেনা ও পুলিশ সদস্যদেরকে উষ্ণ অভ্যর্থনাও জানান।

মুজাহিদদের কাছে আত্মসমর্পণকারী সকলেই তাদের অতীত কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে, তারা আর কাবুল প্রশাসনের পক্ষে কাজ করবেন না। এসকল সৈন্যরা যুদ্ধে নিযুক্ত কাবুল বাহিনীর অন্যান্য যুবকদেরও স্বাধীন আফগানিস্তান গড়ার প্রক্রিয়ায় যোগ দিতে এবং তাদেরকে স্বাধীন জীবনে ফিরে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবান মুজাহিদদের হামলায় ৪৪ মুরতাদ সৈন্য নিহত, ৫টি চৌকি বিজয়
পরবর্তী নিবন্ধআমিরাতের চুক্তির পর থেকে প্রতিদিনই ফিলিস্তিনে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল