গাজা উপকূলের ফিশিং জোনে ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার ওপর অবরোধ আরোপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়ল।
মিডলইস্ট মনিটরের তথ্যমতে, গতো ১৭ আগস্ট এই অবরোধ দেয়।ফলে অর্থনৈতিক মন্দার পাশাপাশি প্রায় ৫০ হাজার ফিলিস্তিনির জেলের খাদ্যের সংকট দেখা দিতে পারে।
দখলদার ইসরায়লিয় অঞ্চলসমূহের সরকারি কার্যের সমন্বয়কারী সিওজিএটি বলেছেন যে, ইসরায়লের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ গাজার ফিশিং জোনটি সম্পূর্ণ বন্ধ করার লক্ষে সিওজিএটি’র চিফ অফ স্টাফ ও সিকিউরিটি কর্তৃপক্ষের সুপারিশকে মঞ্জুর করেছেন।
এদিকে, ফিলিস্তিনি জেলেদের বিরুদ্ধে লঙ্ঘন সম্পর্কিত ডকুমেন্টিং কমিটি বলেছে, ইসরায়লি নৌবাহিনী ফিলিস্তিনিদের মাছ ধরার নৌকাগুলিতে গুলি চালিয়ে তীরে ফিরে যেতে বাধ্য করেছে।
একটি মানবাধিকার সংস্থার তথ্য মতে, ২০০০ সালে গাজায় প্রায় ১০ হাজার জেলে ছিল। ২০১৮ সালে এ সংখ্যাটি প্রায় ৪ হাজারে (নিবন্ধিত) নেমে আসে। চার হাজার জেলে পরিবারের প্রায় ৫০ হাজার মানুষের উপার্জনের ব্যবস্থা হয় মাছ ধরার মাধ্যমে।