ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান মুজাহিদদের পরিচালিত পৃথক দুটি হামলায় মুরতাদ কাবুল প্রশাসনের ২১ সৈন্য নিহত হয়েছে।
ইমারতে ইসলামিয়ার মুখপাত্র ক্বারী মুহাম্মদ ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ জানিয়েছেন, ২২ আগস্ট শনিবার সকালে, আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের গিজাব জেলার একটি এলাকায় কাবুল বাহিনীর ভাড়াটিয়া সৈন্যদের চৌকিতে সফল আক্রমণ করেছেন তালেবান মুজাহিদিন। এতে মুরতাদ কাবুল প্রশাসনের ১৫ সেনা নিহত ও আহত হয়েছিল। মুজাহিদগণ বিজয় করে নিয়েছেন সামরিক চৌকিটি।
অপরদিকে আল-ফাতাহ অপারেশনের ধারাবাকিতায়, বলখ প্রদেশের জামতাল জেলায় মুরতাদ বাহিনীর একটি পোস্টে সফল হামলা চালান তালেবান মুজাহিদিন এবং তা বিজয় করে নেন। এসময় মুজাহিদদের হামলায় ৫ সৈন্য নিহত এবং ১ সৈন্য আহত হয়।
আলহামদুলিল্লাহ, অভিযান শেষে মুজাহিদগণ উভয় স্থান থেকে যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র ও গুলাবারুদ গনিমত লাভ করেন।